Shikshita Patitar Atmacharit - Manda Debi, Bangla boi pdf
লেখিকার কথা-
পুস্তকের নাম দেখিয়া অনেকেই হয়ত মনে করিবেন যে এই প্রকার জীবনী লিখিবার উদ্দেশ্য কি ! মহৎ জীবনীর উদ্দেশ্য মহৎ হইলেও তাহা সমাজের পূর্ণ চিত্র নহে। আমার জীবন মোটেই মহৎ নহে, অধিকন্তু ঠিক তাহার বিপরীত ; কিন্তু পুস্তকের উদ্দেশ্য মহৎ। আমি পাপী, কলঙ্কিনী, যশের প্রার্থী নহি—সুতরাং আমার জীবনের খাঁটি কথাগুলি আমি যেমন অকপটে বলিতে পারিব, কোন মহৎই তাঁহার জীবনের ঘটনা তমন অকপটে বলেন নাই। বলিতে পারেন না। পাপের স্বরূপ চিনিয়া রাখা প্রয়োজন। পাপ জিনিষটা যে কি কৈশোরে তাহা বুঝিতে পারি নাই বলিয়াই আজ আমি—আমি কেন—আমার মত সহস্র সহস্র নারী কুপথগামী। বারবনিতা-জীবনে যে দুঃখ কষ্ট এবং অনুতাপ ভোগ করিয়াছি তাহারই স্মৃতি লইয়া এই পুস্তক রচিত হইয়াছে। যাহারা আমাদের জীবনকে সুখময় মনে করেন—আমাদের সংস্পর্শে আসিতে আগ্রহান্বিত তারা বুঝবেন এ পৃথিবীতে যদি নরক পাকে তবে তাহা আমাদের জীবন।
আমি সমাজের ঘৃণীতা, অস্পৃশ্যা–সমাজে আমার স্থান নাই, স্থান পাকাও উচিত নহে, কিন্তু যে সকল সাধু-বেশী লম্পট আমাদের সংস্পর্শে থাকিয়াও সমাজের উচ্চস্থান অধিকার করিয়া আছেন, আমার জীবনীতে তাহাদের ও কতিপয় চিত্র দেখিয়া সমাজটাকে চিনিয়া রাখিতে পারিবেন। এই ভণ্ডের দল কি প্রকারে অবোধ বালিকার সর্বনাশ করে, তাহার চিত্র দেখিয়া স্তম্ভিত হইবেন।
Book name- 'Shikshita Patitar Atmacharit' (শিক্ষিতা পতিতার আত্মচরিত)
Writer- Manda Debi
Book type- 18+ Adult book
File type- pdf
Pages- 174
Size- 11mb
Quality- good.
Collect the pdf / Read online
Advertisment:
* প্রিয় পাঠকগণ, আপনারা অসাধারণ সব বইয়ের অরিজিনাল কপি নীচের লিংক হইতে সংগ্রহ করিতে পারিবেন।
ConversionConversion EmoticonEmoticon