Haridaser Guptokotha by Pachanan Roychowdhury pdf
প্রায় এক শত বৎসর পূর্বে আমাদের এই হরিদাস সুদূর পাঞ্জাবে এক প্রবাসী ব্রাহ্মণের গৃহে উদয় হইয়াছিলেন এবং বাইশ বৎসর বয়সে সন্ন্যাসের মহামন্ত্র লইয়া সংসারের সহিত সকল সম্বন্ধ ছেদন করিয়া ফেলেন। এই বাইশ বৎসরকাল সংসারে কিরূপ ভাবে, কিরূপ দরের লোকের সহিত অতিবাহিত করিয়াছিলেন এবং কোন অপরাধ না করিয়া সেরূপ পুনঃ পুনঃ লাঞ্ছনা ভোগ করিয়াছিলেন, তাহাই এই পুস্তকে বিশদভাবে বর্ণিত হইয়াছে।
যদি এই সৎসারে বহুরূপী ভিন্ন ভিন্ন প্রকৃতির লোক চিনিবার কাহারও সাধ হয়, মুসলমান রাজত্বের অন্তিমকালে ও ইংরাজ রাজত্বের সূত্রপাতে এই স্বর্ণ-প্রসূ বাঙ্গালা দেশের অভ্যন্ততি অবস্থা জানিতে যদি বাসনা জন্মায়, ইতিহাস প্রসিদ্ধ অনেক বড় বড় লোকের বিচিত্র গুপ্ত রহস্য জানিবার ইচ্ছা হয়, তাহা হইলে এই ইতিহাসের সহিত আলাপ করুন, কখনই ফললাভে বঞ্চিত হইবেন না। ভয় বিস্ময় ক্রোপ প্রভৃতি রসে অন্তরার্ণব উদ্বেলিত হইয়া উঠিবে ।।
Book name-'Haridaser Guptokotha' (হরিদাসের গুপ্তকথা)
Writer- Pachanan Roychowdhury (পঞ্চানন রায়চৌধুরী)
File type- pdf
Pages- 391
Size- 131mb
Quality- good
Collect the pdf / Read online
Advertisment:
* প্রিয় পাঠকগণ, আপনারা অসাধারণ সব বইয়ের অরিজিনাল কপি নীচের লিংক হইতে সংগ্রহ করিতে পারিবেন।
ConversionConversion EmoticonEmoticon